অজ্ঞান পার্টির কবলে ৪ জন, দেড় লক্ষাধিক টাকা লুট

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে চারজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেড় লক্ষাধিক টাকা লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

শনিবার রাতে ঢাকা বাসে মেহেরপুর ফেরার পথে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় রোববার ভোরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল মজিদ (৪৮), গরুর রাখাল একই গ্রামের কামাল হোসেন (৪৫), আসাদুল ইসলাম (৩০) ও কালু মিয়া (২৭)।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিক্যাল অফিসার হাফিজুর রহমান মিলন জানান, ঢাকার একটি পশুর হাটে গরু বিক্রি করে জেআর পরিবহনে বাড়ির উদ্দেশে রওনা দেন আব্দুল মজিদ ও তার তিন রাখাল। গাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেড় লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে। ভোরে গাড়ির অন্য যাত্রীরা তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখন তারা আশঙ্কামুক্ত।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।