অপর দুই জঙ্গি পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন হিট স্ট্রং ২৭-এ তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর দুই জঙ্গি হচ্ছেন মানিক (৩৫) এবং ইকবাল (২৫)।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পাইকপাড়ার ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন মানিক। তাৎক্ষণিকভাবে মানিকের পরিচয় বিস্তারিত জানা যায়নি। গত ঈদের আগে মানিক দুই কক্ষের ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার মাধ্যমে ওই বাসায় ওঠেন গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী।

 

তিনি আরো জানান, কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রিগ্যানকে নিহত মানিক ও ইকবালের ছবি দেখানো হয়েছে। রিগ্যান তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, কল্যাণপুরের অভিযানের সময় ইকবাল একে-২২ রাইফেল নিয়ে পালিয়ে যান। শনিবারের অভিযানে ওই রাইফেলটি পাওয়া গেছে।

 

পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।