অভিন্ন নদীতে একতরফাভাবে পানি ছাড়া উচিত নয়

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিন্ন নদীতে একতরফাভাবে পানি ছাড়া উচিত নয়। ফারাক্কার গেট খুলে দেওয়া সঠিক কাজ নয়।

আজ রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া ও বিএনপি যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মত জঙ্গিদেরও বাঁচাতে পারবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন প্রমুখ।