অভিযোগই খালেদার মূল পুঁজি : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু অভিযোগ দিতেই শিখেছেন, এটাই তার মূল পুঁজি।

‘তিনি চিনের রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন- বাংলাদেশে গণতন্ত্র নেই, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেনি। চীনা প্রেসিডেন্টের জবাব আমরা শান্তি চাই। চীনা প্রেসিডেন্টের এই উত্তরে হয়তো খালেদা জিয়ার অভিযোগ-মায়া কান্না ব্যর্থ হয়েছে।’

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় হচ্ছেন তার রূপকার।

শেখ রাসেল হত্যাকাণ্ডকে স্মরণ করে তিনি বলেন, ‘কী নিষ্টুর এই হত্যাকাণ্ড, শিশু থেকে অবলা নারীর চিৎকারে সেদিন পৃথিবী কেঁপে উঠেছিল কিন্তু এই নরপশুদের বিবেককে নাড়া দেয়নি। আজ রাসেল বেঁচে থাকলে হয়তো আরেক বিস্ময়কর প্রতিভাকে পেতাম। কিন্তু ঘাতকরা আমাদের কে সেই প্রত্যাশা থেকে বঞ্চিত করেছে।’

সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘সম্মেলনে পোস্ট নিয়ে যারা মরনপণ চেষ্টা করছেন তাদের বলি দলে যারা এমপি মন্ত্রী হবেন তারা দয়া করে দলে পোস্ট নিবেন না। দলের নেতা-কর্মীদদের কাজ হলো দেশের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সাথে সম্পৃক্ত থাকা। জনগণের দাবি-দাওয়া এমপি-মন্ত্রীদের সামনে তুলে ধরা।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।