আইসিসির ব্যুরো’র সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ক্রাইম পেট্রোল বিডি ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরো’র সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডের হেগে ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রগুলোর ১৭তম অধিবেশন চলছে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

এতে রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য এই ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে।

সরকারি এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ২০১০ সালে আইসিসি’র সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে।

১২৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরোর প্রতিনিধিত্ব করবে।

সাধারণত ব্যুরো আইসিসি’র বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করে থাকে।