আইয়ুব বাচ্চু ফেসবুকে স্মৃতি হয়ে থাকবেন

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ চলে গেলেন কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র এই লিড গিটারিস্ট।

তার মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। বাচ্চুর হঠাৎ চলে যাওয়া কিছুতেই মানতে পরছেন না তার ভক্তরা।

এরই মধ্যে আইয়ুব বাচ্চুর প্রোফাইলকে রিমেমবারিং করেছে ফেসবুক। বৃহস্পতিবার দুপুর ১২টার পর বাচ্চুর প্রোফাইলে রিমেমবারিং বা স্মরণীয় বার্তা দেখা যায়।

ফেসবুকে আইয়ুব বাচ্চু সবশেষ গত ১৬ অক্টোবর রাতে রংপুরের একটি কনসার্টের কয়েকটি ছবি আপলোড করেন। যার ক্যাপশনে তিনি লিখেন,

Hats off #Rangpur. Love to #GB. Where there are musicians, There are music. See you soon again #Rangpur. Love you. You were awesome tonight ❤️

এদিকে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অনেকে। রীভ আল সায়ার নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমাকে একটি সুন্দর শৈশব ও তারুণ্য উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ আইয়ুব বাচ্চু। আপনার রুপালি গিটারটার সুর আমার হৃদয়ে ঠিকই থেকে যাবে।’

নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, ‌‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায়, মানুষটা কতটা বেশি করে ছিলো। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়। আরিফ ভাইয়ের ম্যাসেজে ঘুম ভাঙলো। তারপর আধ ঘণ্টা চুপচাপ বসে আছি। স্মৃতি আর বর্তমানের ঢেউয়ে হতবিহ্বল। দূরদেশের হোটেলে বসে ফেসবুকের টাইমলাইন দেখে দেখে এই কথাগুলোই মনে হলো শুধু। আরো কত কত স্মৃতি আঁকড়ে ধরছে এবং আঁকড়ে ধরছে ভয়।’

১৯৭৮ সালে সঙ্গীতজীবন শুরু করেন আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন।