আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর দেশের সব কাস্টমস হাউজ খোলা থাকবে

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর দেশের সব কাস্টমস হাউজ খোলা থাকবে। একই সঙ্গে এসব কাস্টমস হাউজ সংশ্লিষ্ট ব্যাংকগুলোও খোলা থাকবে।

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য আমদানি-রপ্তানি সচল রাখার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে- রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে ঈদুল আজহার আগে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর কাস্টমস হাউজ, ঢাকা, চট্টগ্রাম, আইসিডি কমলাপুর, মংলা, বেনাপোল ও পানগাঁও সংশ্লিষ্ট ব্যাংকগুলো খোলা থাকবে।

এর আগে গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে নির্দেশনা দেয়। এসব কাস্টমস হাউজ ও স্টেশন সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যকীয় স্টেক হোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানায় এনবিআর।