আট আইএসপির লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ লাইসেন্স নবায়ন না করায় আটটি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি সোমবার (৬ জানুয়ারি) লুসাই সিস্টেম, নেটবি অনলাইন, গ্লোবাল নেটওয়ার্ক, মাইনেট, এস. আহমেদ কম্পিউটারস অ্যান্প প্রিন্টার্স, স্কাই লিংক আইএসপি, স্টার এলাইস, সুপার নেট বিডির লাইসেন্স বাতিল করেছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বিটিআরসি থেকে ইস্যু করা আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইস্যু করা লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের আবেদনের বিধান রয়েছে।

এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ আইএসসি লাইসেন্সের আর কোনো বৈধতা না থাকায় লাইসেন্স বাতিল করা হলো। প্রতিষ্ঠানগুলোকে আইএসপি সংশ্লিষ্ট সব কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়ে আগামী এক মাসের মধ্যে কমিশনের সব পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন ও পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।