আপত্তিকর অবস্থায় মেয়েসহ পুলিশ কনাষ্টবল ফেরাজুল ইসলাম আটক

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে রেলওয়ে থানার পুলিশ সদস্য ফেরাজুল ইসলাম (কোং-৭১২) কে মেয়েসহ আপত্তিকর অবস্থায় তার বাসা থেকে হাতে নাতে আটক করে এলাকাবাসী। পরে পরিস্থিতি সামলাতে না পেরে সে পালিয়ে যায়। ফেরাজুল ইসলাম রেলওয়ে হাসপাতালের একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিল। জানা যায়, মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে বাসায় তার স্ত্রী না থাকার সুবাদে পার্শবতী এক মেয়ে (১৯)কে ফোনে ডেকে নেয় ফেরাজুল। কিছুক্ষন পর ফেরাজুল ইসলাম এ এস আই বৃষ্ণ চন্দ্র বর্মনকে বাড়ীতে ফোনে ডেকে আনে। মুহুর্তেই ঘটসাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ফেরাজুল ইসলামের বাড়ী ঘেরাও করে দরজায় ডাকা ডাকির এক পর্যায়ে পুলিশ কনাষ্টবল ফেরাজুল দেয়াল টপকে পালিয়ে যায়। এসময় এ এস আই মুখে আঘাত প্রাপ্ত হলেও প্রান ভয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর চাপের মুখে প্রায় ১ ঘন্টা পর মেয়েটিকে উদ্ধার করে । ফেরাজুল ইসলাম ও এ এস আই বৃষ্ণ চন্দ্র বর্মন দু’জনকে সৈয়দপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানাযায়।