আবারো নিম্নচাপ মুখে বঙ্গোপসাগর

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়েছিল সুপার সাইক্লোন আম্ফান। ঘূর্ণিঝড়টির ক্ষত এখনো কাটেনি। এর মধ্যেই আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নাম হবে ‘গতি’।

ভারতের আবহাওয়া অফিস বলছে, শক্তি বৃদ্ধি করে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয়ার সম্ভাবনা খুবই কম। সোমবারের মধ্যে জানা যাবে পুরো নিম্নচাপটির গতি সম্পর্কে। তবে দক্ষিণবঙ্গ, ওড়িষ্যা, পশ্চিমবঙ্গে তার জেরে ভালো রকমের বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই। এর ধাক্কা বাংলাদেশেও লাগতে পারে।

এরইমধ্যে মিয়ানমার উপকূলে এই নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে। এর কারণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিপুল পরিমাণ বৃষ্টিপাত হবে বলে জানা গেছে।