আম্পানঃ চাঁপাই নবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি

জেলা প্রতিবেদকঃ আম্পানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আম ও বোরো ধানের ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

গতকাল বুধবার (২০ মে) সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং রাত দেড়টার দিকে দমকা হাওয়া শুরু হয়। চলে সকাল ৯টা পর্যন্ত।

এতে শিবগঞ্জ উপজেলায় কিছু ছোট আমগাছ ভেঙ্গে পড়ে আমের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো খেতে ধানের কিছুটা ক্ষতি হয়েছে।

এদিকে বুধবার রাত সাড়ে ১০টা থেকে জেলার কোথাও বিদ্যুৎ না থাকলেও বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, আম্পানের প্রভাবে নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাটে ৫ থেকে ৬ ভাগ আম ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে পেঁপে ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধানগাছ নুইয়ে পড়লেও রোদ উঠলে সব ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

বৃহষ্পতিবার বেলা ১টা পর্যন্ত জেলার কোথাও কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।