আর্থিক সংকটে কিস্তি পরিশোধে ব্যর্থ এনজিও কর্মীদের হুমকিতে গৃহবধূর আত্মহত্যা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় আর্থিক সংকটে কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এনজিও কর্মীদের হুমকিতে আবারও এক গৃহবধূর আত্মহত্যা করেছে। গত ৩১ জুলাই বুধবার রাত পোনে ১১ টার সময় উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম কামারখোলা গ্রামের জুলমত আলী বেপারীর স্ত্রী জাহেদা বেগম(৪২) ব্রাক, শ্রীদ্বীপ, গ্রামীন ব্যাংক ও ব্ররো বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ উত্তোন করিয়া একটি লেগুনা ক্রয় করে স্বামী জুলমত বেপারীকে চালাতে দেয়। ঢাকা-মাওয়া মহাসড়কে লেগুনা চালানো নিষেধ হওয়ায় তার স্বামী চালাতে না পেরে সস্তায় লেগুনাটি বিক্রয় করে দেয়। লেগুনা সস্তায় বিক্রি করে এনজিও প্রতিষ্ঠান গুলো থেকে আনা ঋণ সময়মত পরিশোধে ব্যর্থ হইলে এনজিও কর্মীরা বাড়ীতে এসে জাহেদা বেগমকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ৩১ জুলাই বিকাল বেলায় ব্রাক এনজিও প্রতিষ্ঠানের কর্মী মোকশেদা আসিয়া জাহেদা বেগমের কিস্তি না পেয়ে হুমকি দিয়ে বলে কিস্তি দিতে না পারলে মরে যেতে না পারে না বলে চলে যা। কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এবং এনজিও কর্মীদের হুমকিতে জাহেদা বেগম এর স্বামী রাতে টেটা নিয়ে রাত ধরতে গেলে জাহেদা বেগম স্বামীর অনুপস্থিতিতে তার বাচ্চাদের ঘুম পারিয়ে রাত পোনে ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতলে নিয়ে গেলে ভোর ০৫.০০ টার কি মৃত্যূ বরন করেন।
সরজমিনে গিয়ে জানা যায়, ব্রাক, আশা, পদক্ষেপ, সাজেদা ফাউডেশন, শ্রীদ্বীপ, ও ব্ররো বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠান গুলো গ্রামে গঞ্জে অসহায় গরীব নারীদেরকে সপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ দেয়। এনজিও প্রতিষ্ঠান গুলো ঋণ দেওয়ার সময় বিধি মতে তাদের নিজস্ব কাগজে স্বাক্ষর নেওয়ার পরও আলাদা করে আর্থিক সংকটে থাকা ঋণ গ্রহিতাদের অসহায়েত্তর সুযোগ নিয়ে এনজিও প্রতিষ্টান গুলো আলাদা করে গ্রহিতাদের নন জুডিয়াল স্ট্যাম্প এবং ব্লাং ব্যাংক চেকে স্বাক্ষর নেয়। এমনকি কোন ঋন গ্রহিতার ব্যাংক একাউন্টের চেক বহি না থাকলে যার ব্যাংকে একাউন্ট আছে এমন কারো ব্লাং ব্যাংক চেক দিয়ে ঋণ উত্তোলন করতে হয়। ঋণ নেয়ার পর ঋণ গ্রহিতা আর্থিক সংকটের কারনে সপ্তাহিক বা মাসিক কিস্তির কোন একটা পরিশোধে ব্যর্থ হলে কিস্তি না পাওয়া পর্যন্ত গ্রহিতাদের বাড়ীতে অবস্থান করে এনজিও কর্মীরা। নিরবদি ঋণ গ্রহিতাদেরকে চাপ প্রয়োগ করতে থাকে এমনকি রাতেও চলে এনজিও কর্মীরা ঋণ গ্রহিতাদের বাড়ীতে।
না পেয়ে পূনরায় পরেদিন খুব ভোরের ঘুম হইতে উঠার পূর্বেই গ্রহিতার বাড়ীতে উপস্থিত হয় এরা। এ অবস্থার সৃষ্টি করেও কোন ঋণ গ্রহিতাকে বাড়ীতে না পেলে তারা গ্রহিতার পিত্রালয়ের ঠিাকানায় চলে যায়। সেখানে গিয়েও অসহায় গ্রহিতাকে না পেলে ঋণ গ্রহিতার নিকট থেকে নেওয়া স্বাক্ষরিত স্ট্যাম্প এবং ব্লাং চেক মনমত অংক বসিয়ে মামলা কষে কিস্তি আদায় করবে বলিয়া হুমকি প্রদর্শণ করে।
এ ব্যাপারে এনজিও প্রতিষ্টান গুলোর কর্মরত ম্যানেজারদের সাথে কথা বললে তাহার বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চেীধুরী নিকট জানতে চাইলে তিনি বলেন, এনজিও প্রতিষ্টান গুলো গ্রাহকের সাথে এহেন আচর করার বিধান নাই। আমি এ ব্যাপারের নির্বাহী অফিসার স্যারের সাথে আলোচনা ব্যবস্থা নিব।