ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক হত্যার অভিযোহে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক ও সৈয়দ গ্রুপের জেনারেল ম্যানেজার আলী হোসেন মালিকে (৬৮) হত্যার অভিযোহে দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-গৃহপরিচালক সায়েদ ফকির ওরফে সাইফুল ও সুজন। অভিযোগ প্রমাণ না হওয়ায় গাড়িচালক মাসুদ মল্লিককে খালাস দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএস রোড নম্বর ২এর ৫৩/এ চতুর্থ তলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেন মালিককে হত্যা করে আসামিরা। মালিক ওই অফিসের জেনারেল ম্যানেজার হিসেবে কর্তরত ছিলেন। হত্যার পর আলী মালিকের ছেলে সেয়াম মালিক একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৭ সালের ১১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচারকালে বিভিন্ন সময়ে ২১ জন আদালতে সাক্ষ্য দেন।