ইতালির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির মধ্যাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১ মাত্রার। পেরুজিয়া শহর থেকে ৬৮ কিলোমিটার পূর্বে ছোট শহর নরসিয়ার পাশে এর কেন্দ্র।

স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ইতালির মধ্যাঞ্চলে অনুভূত হওয়া এ ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। তবে বিবিসি অনলাইন জানিয়েছে, বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নরসিয়া শহরে একটি ধর্মালয় গুঁড়িয়ে গেছে। এর একটি ছবি টুইটারে পোস্ট করেছেন সংশ্লিষ্ট এক সন্ন্যাসী।

বুধবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয় পেরুজিয়া শহরের পূর্বে। একই দিন সন্ধ্যায় আবারও ভূমিকম্প হয়, যার কম্পন রাজধানী রোমেও অনুভূত হয়। রোববারের ভূমিকম্পও রোমে অনুভূত হয়।

আগস্ট মাসে শক্তিশালী ভূমিকম্পে ইতালির কয়েকটি শহর ধূলিসাৎ হয়ে যায়। মারা যায় তিন শতাধিক মানুষ। আগস্ট থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ছোট-বড় ভূমিকম্পে কেঁপেছে ইতালি।