ইবির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা।

সোমবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে দিনের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা।

দিনের বাকি তিন শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে এ বছর ২৪০টি আসনের বিপরীতে জমা পড়েছে ২ হাজার ২২৩টি আবেদন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে নয় জন ভর্তিচ্ছুক।