ইরানে পৌঁছেছে কাসেম সোলেমানির মরদেহ

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে পৌঁছেছে আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানির মরদেহ। রোববার (০৫ জানুয়ারি) ভোররাতে ইরাক থেকে ইরানের আহওয়াজ বিমানবন্দরে কুদস ফোর্সের কমান্ডারের মরদেহ পৌঁছায়।

এসময় ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দরে দেশটির শীর্ষস্থানীয় সামরিক নেতারা উপস্থিত ছিলেন। ইরানের বিভিন্ন শহরে কয়েক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ওসিয়ত অনুযায়ী কাসেম সোলেমানির জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে তাকে দাফন করা হবে।

এর আগে শনিবার (০৪ জানুয়ারি) ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে যুক্তরাষ্ট্রের হামলায় কাসেম সোলেমানি এবং হাশদ আশ-শাবির উপ-প্রধান মাহদি আল মুহান্দিসসহ নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানি। এসময় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ-প্রধান মাহদি আল মুহান্দিসসহ আরও ৬ জন নিহত হয়েছিলেন।