‘ইলেকট্রিক্যাল পণ্য তৈরিতে ভারতের সহায়তা নেওয়া যেতে পারে’

অর্থনৈতিক প্রতিবেদক : এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশে মানসম্পন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে ভারতের সহায়তা নেওয়া যেতে পারে। ভারত এই সেক্টরে অনেক এগিয়ে গেছে।

এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে ইন্ডিয়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইইইএমএ) প্রতিনিধিদের বৈঠকে তিনি এ কথা বলেন। সোমবার রাজধানী ঢাকায় মতিঝিলে ফেডারেশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কলকাতায় মিলান মেলা গার্ডেনে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স পণ্যের রোড শো উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক তুঙ্গে রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এটা একটা বড় সুযোগ। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে।’

রোড শোতে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ সম্পর্কে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা সেখানকার পণ্য না কিনলেও এই রোড শো’তে আমাদের অংশগ্রহণ করা উচিত। তাহলে আমরা জানতে পারবো, বিশ্ব কোথায় যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের বর্তমান অবস্থান কোথায় রয়েছে।’

সভায় আইইইএমএ ইনস্যুলেটর ডিভিশনের চেয়ারম্যান এ কে ঘোষ বলেন, ‘পাওয়ার সেক্টরের যাবতীয় বিষয় নিয়ে কলকাতায় এটি একটি বড় ধরনের আয়োজন। এখানে বাংলাদেশি পাওয়ার সেক্টরের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। যেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবেন।’