ইসলামিক স্টাডিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগ।

রোববার সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উন্নয়ন অধ্যয়ন বিভাগকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে তারা।

নির্ধারিত ৫০ মিনিটের প্রথমার্ধে তৃতীয় বর্ষের ফখরুল এবং ১ম বর্ষের সাঈদের গোলে ২-০ তে এগিয়ে যায় ইসলামিক স্টাডিজ। খেলার দ্বিতীয়ার্ধে ডেভেলপমেন্ট স্টাডিজ কয়েকটি আক্রমণ করলেও বল জালে জড়াতে পারেনি তারা। নাটকীয়ভাবে ইসলামিক স্টাডিজের তৃতীয় বর্ষের মানিক গোলরক্ষককে পরাস্ত করে তৃতীয় গোলটি করেন। শেষ মুহূর্তে ফখরুলের দ্বিতীয় গোলে ৪-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামিক স্টাডিজ।

‘‌ইসলামিক স্টাডিজ’ বিভাগের ফুটবল টিমের অধিনায়ক হাসান আল মামুন খেলা চলাকালীন সময়ে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সেমিফাইনালে-২ (সমাজকল্যাণ বিভাগ বনাম মার্কেটিং বিভাগ) এ বিজয়ী দলের সঙ্গে ৭ সেপ্টেম্বর একই মাঠে ফাইনালে লড়বে ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগ। দীর্ঘ ৭ বছর পর ইসলামিক স্টাডিজ বিভাগ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল।

বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগ অংশ নেয়।