উত্তরার ইজিবাইক অটোরিক্সা ও লেগুনার চাঁদার টাকা মামার পকেটে!

প্রবীন কিশোরঃ ঢাকা-রাজধানী উত্তরা এলাকার চাঁদাবাজির টাকা-কোথায় যায় কেউ জানেনা। উত্তরা-আব্দুল্লাহ পুর জসিম উদ্দিন এয়ারপোর্টসহ আরো অনেক এলাকা থেকে প্রতিদিন গড়ে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করা হয়।

এই সকল বিষয়ে আমাদের সংবাদদাতা প্রবীন কিশোর অনুসন্ধান করে যতটুকু জানতে পেরেছেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি জানান নেতাসহ পুলিশের কিছু লোক চাঁদার টাকা পেয়ে থাকেন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন তাঁর থেকে যেন এই চাঁদাবাজরা বাদ না পড়ে, মামার নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের একজন নেতা বলেন নেতা গিরি করি করি জনগনের কল্যাণে চাঁদাবাজি করে দেশ ও দলের মান ক্ষূর্ণ করতে চাইনা, যারা চাঁদবাজির সাথে জড়িত তারা অনুপ্রেবেশকারী।

তিনি আরো বলেন; দেখেন না সম্রাট ধরা পড়েছে তবে উত্তরার চাঁদাবাজি নিয়ে সেভাবে কেউ কিছু বলে না কারণ মামা ধরা পরবে। আমাদের প্রতিনিধি জানতে চেয়েছিলেন কে এই মামা?

তিনি হেসে দিয়ে বলেন; মামা হল চাঁদাবাজের প্রিয় মানুষ, মামাকে খোজুন পেয়ে যাবেন মামা এখন কোটি টাকার মালিক।

অনুসন্ধান চলছে আগামী পর্বে চোখ রাখুন।