উত্তরায় আইচি মেডিকেলে ঠোঁট ও তালুর কাটা রোগীর চিকিৎসার ফ্রি ক্যাম্প

নাজমুল হক; নিজস্ব প্রতিবেদকঃ আজ রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আইচি মেডিকেলে ঠোঁট ও তালুর কাটা রোগীর চিকিৎসার ফ্রি ক্যাম্প উদ্ধোধন করেন আইচি মেডিকেল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, ফ্রি ক্যাম্পের আজকের প্রতিপাধ্য ‘সুন্দর হাসি বদলে দেয় পৃথিবী’ আমেরিকার বিশিষ্ট প্লাস্টিক ও ওরোডেন্টাল সার্জনদের দ্বারা পরিচালিত হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইচি মেডিকেল গ্রুপের এমডি মিসেস উলফাত জাহান মুন। ঠোঁট ও তালুর কাটা রোগীর চিকিৎসার ফ্রি ক্যাম্প লক্ষ্য সকলের অসহায় মানুষের পাশে থেকে যেন তাহের মুখে হাসি ফুটিয়ে তোলা সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে এই ফ্রি ক্যাম্প।  সাধারণ রোগী ও মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান জানিয়ে এই সকল ফ্রি ক্যাম্প আরো বেশি বেশি করার জন্য সকলকে আহ্বান জানান। উক্ত ফ্রি ক্যাম্পে রেজিস্ট্রেশনের সময়সীমাঃ- ০৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর, ২০১৮ ইং পর্যন্ত, স্থান আইচি হাসপাতাল আদবুল্লাহপুর, উত্তরা, ঢাকা।