উলিপুরে অনুমোদন বিহীন তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের মফিজল হক জর্দ্দার এইচ এম বি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা,দূর্গাপুর ইউনিয়নের জানজাগীর এলাকায় আতাউর রহমানের এফ ডি ইটভাটায় ১ লাখ টাকা ও ধরনীবাড়ী ইউনিয়নের জাহিদুল ইসলাম জুয়েলের জেএমএইচ ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে অনুমোদন বিহীন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসন কর্তৃক প্রদেয় ইট পোড়ানোর লাইসেন্স দেখাতে পারেনি মালিকপক্ষ।এজন্য জরিমানাসহ প্রস্তুতকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়েছে। অনুমোদন বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।