এই বানরের বাচ্চা সৌভাগ্যবানই

আন্তর্জাতিক ডেস্ক : মা না থাকলে পুরো জগৎই অন্ধকার হয়ে যায়। কিন্তু রাশিয়ার সাইবেরিয়ান শহর টাইমেনের একটি চিড়িয়াখানার এই বানরের বাচ্চা সৌভাগ্যবানই বলতে হবে।

 

আসল মা তাকে ছেড়ে চলে গেলেও সে পেয়েছে আরেক মা। একটি বিড়াল মায়ের মতোই তার দেখাশোনা করছে।

 

চিড়িয়াখানার পরিচালক তাতিয়ানা অ্যান্ত্রোপোভা জানান, জন্মের পরপর ওই বানরের বাচ্চাকে তার মা ছেড়ে চলে যায়। তিন সপ্তাহ আগে বানর ছানাকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি।

 

এরপর তিনি বিস্মিত হয়ে যান বানরের বাচ্চা ও তার ১৬ বছর বয়সি বিড়াল রোজিংকার আচরণ দেখে। তিনি লক্ষ্য করেন, বানরের বাচ্চাটিকে নিজের বাচ্চার মতো মেনে নিয়েছে রোজিংকা। ওই বিড়াল তাকে নিজের বাচ্চার মতোই আদর করছে।

 

কিন্তু ফিয়োদোর নামের ওই বানরের বাচ্চার দুষ্টুমিতে বিড়ালটি সামান্য ক্লান্ত হয়ে পড়েছে। ফিয়োদোর বিড়ালটিকে কামড়াচ্ছে ও চিমটি কাটছে।

 

তাতিয়ানা জানান, ফিয়োদরকে শুধু আর এক মাস তার বাড়িতে রাখবেন। এরপর তাকে চিড়িয়াখানায় অন্যান্য বানরের সঙ্গে ছেড়ে দেওয়া হবে।

 

ভিডিও লিংক :