একটির মেরামত চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি : পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ার বন্ধ হয়ে যাওয়া দুটি ঘাটের মধ্যে একটি চালু হয়েছে।

আরেকটি ঘাট মেরামতে কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ভাঙনের কারণে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়ার ২ ও ৪নং ঘাটটি বন্ধ হয়ে যায়। এর আগে গত ৬ আগস্ট নদীতে বিলীন হয়ে যায় ১নং ঘাটটি।

চারটির মধ্যে তিনটি বন্ধ থাকায় সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে ১নং ঘাটটি মেরামতে কাজ চালায় কর্তৃপক্ষ। বিকেলের দিকে ১নং ঘাটটির মেরামত কাজ শেষ হয়। বর্তমানে ১ ও ৩নং ঘাট দিয়ে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে দুটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। তবে রাত ৯টা থেকে ১০টার মধ্যে ৪নং ফেরি ঘাটটি চালু হতে পারে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম জিল্লুর রহমান জানান, বর্তমানে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সব মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দুই পাড়ে অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকরা দুর্ভোগ পোহায়।