এজলাসে ‘আইএসের টুপি’ পরার বিষয়টি তদন্ত করা উচিত

ঢাকা: এজলাসে ‘আইএসের টুপি’ পরার বিষয়টি তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, ‘এদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই। জঙ্গিরা বিক্ষিপ্তভাবে পরিকল্পনা করে এ হামলা চালিয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করেতে তারা এটি চালিয়েছে।’

বুধবার (২৭ নভেম্বর) রায় ঘোষণার পর এমন কথাই বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ‘তারা বোঝাতে চেয়েছে আইএসের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ মিলে নাই।’ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ে আমরা সন্তষ্ট। এ রায় কার্যকর হলে ভবিষ্যতে কেউ এরকম নৃশংস কাজ করার সাহস পাবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসামিরা চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবে। এ সুযোগ তাদের রয়েছে।