‘এনসিসিকে মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলব’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নারায়ণগঞ্জের মানুষ যদি আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বাংলাদেশের মধ্যে একটি মডেল সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলব।’

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। এখানে মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নেই।

মঙ্গলবার দুপুরে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দেশনেত্রী খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জের ৬০ ভাগ লোক বিএনপির ভোটার, সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রার্থীর জন্য কাজ করবে। বিএনপির সবাই মাঠে নামবে এবং সবাই ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কর্মকর্তারা। যারা দলবাজ কর্মকর্তা তারা তাদের পদে আছে। এ দলবাজ কর্মকর্তাদের অন্যত্র বদলির দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘এই নির্বাচন কমিশন শেষ সময়ে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করে যাবে, এটা আমি এবং সবার দাবি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিষয়ে সাখাওয়াত বলেন, ‘মেয়র গত পাঁচ বছরে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। বিএনপির প্রার্থীকে যেন হাত-পা বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করতে না হয়। সরকারি দলের প্রার্থীর মতো বিএনপির প্রার্থীও যেন নির্বাচন করতে পারেন। সে দিকে নির্বাচন কমিশনকে খেয়াল রাখা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’