এবার ভারতে আবেদন বাংলাদেশি সাবেক কোচের

এবার ভারতে আবেদন বাংলাদেশি সাবেক কোচের

খেলা ডেস্কঃ ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। আপাতত নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদের জন্য এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছেও আবেদন করলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরা।

বিসিসিআইয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ভারতীয় ব্যাটিং কোচ হওয়ার জন্য প্রায় এক ডজন আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে একমাত্র শ্রীলঙ্কান থিলান সামারাবিরা।
তবে আবেদন করলেও ৪২ বছর বয়সী সামারাবিরাকে সম্ভবত সাক্ষাতকারের জন্য ডাকা হবে না বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্রটি। সেক্ষেত্রে কোচ হওয়ার সম্ভাবনাও তেমন নেই।
এদিকে আরেক লঙ্কান মাহেলা জয়াবর্ধনে ভারতের প্রধান কোচ পদের জন্য আবেদন করেছেন। তার নামটি উঠেছে পাকিস্তান আর বাংলাদেশের প্রধান কোচ হিসেবেও। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম আছেন ক্রিকেট বোর্ডের কমিটিতে, তিনি জয়াবর্ধনের নাম প্রস্তাব করেছেন। তবে জয়াবর্ধনে নিজে ওখানে কাজ করতে খুব একটা উৎসাহী নন।
একই অবস্থা বাংলাদেশেও। জয়াবর্ধনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।