এরশাদের আসনে প্রার্থী মনোনয়নে দিতে বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ শূন্য আসনে প্রার্থী মনোনয়নের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে দলটি। আগামীকাল ২৫ আগস্ট (রোববার) থেকে জাপার চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে রংপুর-৩ শূন্য আসনের জন্য ফরম বিতরণ করা হবে।

শনিবার (২৪ আগস্ট)গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আহ্বায়ক ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার এমপি ও লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।