এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেটে তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের (এসএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে সিলেটে এক উপজেলায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নরোববার (০৯ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে নকল করা ও মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রে দুই ছাত্রকে এবং উপজেলার টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করায় আরও এক ছাত্রকে বহিষ্কার করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর, গোবিন্দপুর ও দেবপুর উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে বলেন, বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার চারটি জেলার তথ্য এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি।