কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জকি গ্রুপের ৭ ডাকাত নিহত

জেলা প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় জাদিমুরা মোছনি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘বন্দুকযুদ্ধে’ সাত ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, রোববার (২ মার্চ) রাতে র‌্যাবের একটি দল মোছনি রোহিঙ্গ্যা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একপর্যায় পরিস্থিতি শান্ত হলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা সবাই জকি গ্রুপের সদস্য বলেও জানান র‌্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ।