করোনা আক্রান্তদের মাঝে এক ডাক্তার, দু’নার্সও রয়েছেন; ফ্লোরা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে এ পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মাঝে একজন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন।
সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে বাংলাদেশে ছয়জনের আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩। এর মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। এর মধ্যে একজন ডাক্তার ও দুজন নার্সও রয়েছেন। নতুন ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন মহিলা।