করোনা ভাইরাসে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এর ফলে ভাইরাসটিতে চীনের বাইরে পশ্চিম এশিয়ার দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মানুষের মৃত্যু হলো। শুধু তাই নয়, ইরানে প্রতিদিনই বাড়ছে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে জনগণকে সুস্থ ও নিরাপদ রাখতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ভাইরাস সংক্রমণ এলাকায় স্কুল-কলেজ-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

মারকাজি প্রদেশের গভর্নর আলি আঘাজাদে বলেছেন, সম্প্রতি মারা যাওয়া রোগীদের শরীরের রক্ত পরীক্ষা করে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। ইরানে এখন পর্যন্ত ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাসটিতে মারা যাওয়া সবশেষ ব্যক্তি তাদের মধ্যে অন্তর্ভুক্ত কিনা সে তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আর কোভিড-১৯ ভাইরাসে দেশটিতে মারা যাওয়া ছয়জনই ইরানের নাগরিক।

প্রাণঘাতী করোনা ভাইরাসে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন ৭৮ হাজার ৫শ জনের মতো বেশি।