করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল

করোনা ভাইরাস শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে ভুগছে ৫ লাখের বেশি মানুষ।

বিবিসি নিউজ যুক্তরাষ্ট্রের জন হোপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে জানায়, পুরো বিশ্বে এখন পর্যন্ত ৫ লাখ ১০ হাজার করোনা আক্রান্ত রোগীর সংবাদ পাওয়া গেছে।

আর এই মহামারিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। যেখানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় ৭১২ মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১৬৫।