করোনা ভাইরাস; আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানায়।
এর আগেও উপ-প্রধানমন্ত্রী কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৪ জনে।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।
এদিকে বিশ্বজুড়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার।