করোনা ভাইরাস- চট্টগ্রামে আরও একজনের মৃত্যু

করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের সর্বশেষ তথ্য

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবু বক্কর নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা পজেটিভ আসার পর মঙ্গলবার (২৬ মে) হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত আবু বক্কর নগরের শুলকবহর এলাকার বাসিন্দা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০০ জন। মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। এখন পর্যন্ত ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন।