করোনা ভাইরাস- বগুড়ায় নতুন ৩৫ জনের শনাক্ত

কোভিড ১৯ঃ গত ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য

জেলা প্রতিবেদকঃ দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (০১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। এনিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯২ জনে দাঁড়ালো।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৮ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজিটিভ আসে।

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৮৮টি নমুনাসহ এ পর্যন্ত মোট ৬ হাজার ৮২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৩৮৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে।