করোনা সঙ্কটে ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বাড়েনি

নিজস্ব প্রতিবেদকঃ সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বাড়েনি। সাধারণ ছুটি ঘোষণার পরে প্রথম কর্মদিবসে যেমন গ্রাহক ছিল, লেনদেনের সময় একঘণ্টা বাড়ানো হলেও গ্রাহক সেই আগের মতোই রয়েছে। গ্রাহকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে লেনদেন সম্পন্ন করে ব্যাংক ছেড়েছেন।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মতিঝিলে কয়েকটি ব্যাংকের শাখায় গ্রাহক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় দেখা গেছে, দু’টি লাইনে অল্প কয়েকজন গ্রাহক কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন।