কাউন্সিলর প্রার্থী নাদিম চৌধুরীর হাইকোর্টে জামিন

High-Court
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রদল নেতা নাদিম চৌধুরীকে আট সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (০৬ জানুয়ারি) বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নাদিম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মরিয়ম খন্দকার।
পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে রমনা থানায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন নাদিম। আজ আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী।