কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুই ন্যাটো সেনাসহ অন্তত ১০ জন নিহত

আন্তর্জাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় দুই ন্যাটো সেনাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাটো অফিস ও মার্কিন দূতাবাস সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
বিবিসি জানায়, নিহতদের মধ্যে দুইজনকে ন্যাটো সেনা হিসেবে শনাক্ত করা গেছে। এদের মধ্যে একজন মার্কিন ও অপরজন রোমানিয়ান সেনা। এ ছাড়া বাদবাকি নিহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে আফগান অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার মূল লক্ষ্য ছিল ন্যাটো সেনাদের গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেক লোকজনই দাঁড়িয়েছিল, কেউ রাস্তা পারাপার হচ্ছিল, এমন সময় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটান। এতে আশপাশের গাড়ি ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়।
আফগানিস্তানে এ নিয়ে চলতি বছরে ১৬ মার্কিন সেনা নিহত হলো। যখন সেখানে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা চলছে, সে মুহূর্তে একের পর এক এ ধরনের হামলায়  আলোচনা কতোটা ফলপ্রসূ হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।