কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার একজন যাত্রী নিহত

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নয়াবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার একজন যাত্রী নিহত ও শিশু-নারীসহ ১১ আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে গুরুতর আহত নীলফামারী সদরের কাছারী বাজারের জামিনা বালা (৫০), ওয়াপদা গেটের নূর ইসলাম (৪৮), সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ার আলাল হোসেন (৪৭) ও উত্তর সোনাখুলীর আতিয়ার রহমানকে (৪৫) রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই অটোরিকশার যাত্রী আলাল হোসেনের মৃত্যু হয়।
এছাড়া সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন- বোতলাগাড়ীর সাইদুল ইসলাম (৩৮), ঢেলাপীরের নাসিম (৪০), কয়া মিস্ত্রিপাড়ার আসাদুল হক (৪৫), কুন্দুল পূর্বপাড়ার অপু আহমেদ (২২), উত্তরা আবাসনের শিশু পরম (২), শামীম আহমেদ (৪০) এবং ওয়াপদা গেটের আবুল কালাম আজাদ (৩৫)। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইজিবাইক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।