কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বৃহষ্পতিবার আনুমানিক সকাল ৬ টা ৩০ মিনিটে ঘটে যায় এক অমানবিক ধর্ষণ। স্থানীয় সূত্রে জানা যায় মোসাঃ লাইজু বেগম (২৫)  অফিসে যাওয়ার সময় পথ মধ্যে হঠাৎ নজরুল (৩২) তাকে পিছন থেকে চোখ বেঁধে গভীর অরণ্যে নিয়ে যায়। বাঁচার জন্য লাইজু বেগম চিৎকার করে কিন্তু মানুষের কোন আনাগুনা না থাকার কারণে কোন সারা পায়নি সে। এক পর্যায়ে তার চিৎকার বন্ধ করার জন্য তার মুখ ছেপে ধরে ধর্ষনকারী নজরুল এবং তাকে অমানবিক ভাবে মারধর করে। এমনবস্থায় তার হাতের একটা আঙ্গুল কামড়ে ধরে ধর্ষিতা। বেশ কিছুক্ষন ধ্বস্তাধস্তি চলার পর নজরুল সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। জানাযায় নজরুল ডালাস ফ্যশন লিঃ একজন শ্রমিক সেই সূত্র ধরে স্থানীয় জনগণ ওই  কোম্পানিতে গেলে তার খুজ পাওয়া যায় কিন্তু তাকে ক্ষুব্ধ জনগণের কাছে থেকে আড়াল করে রাখে ডালাস কর্তৃপক্ষ। এক পর্যায়ে প্রতিবেধক ভেতরে প্রবেশ করতে চাইলে তারা বাধা দেয় ও গেট আটকে দেয়। এই বিষয়ে স্থানীয় এলাকার জনসাধারণকে প্রশ্ন করলে তারা বলে ধর্ষনকারীর বিচারের দাবীতে সকাল থেকে ধারে ধারে ঘুরছে শ্রমিকরা কিন্তু কোণ সু-ফল মেলে নি উলটে ঘটনাটি ধামাচাপা দিয়ে ধর্ষনকারীর নজরুল কে পুলিশের কাছে তুলে দেয় ডালাস কর্তৃপক্ষ। তারা আরও জানান অন্ধকারে প্রতিনিয়তই ঘটে চলছে এরকম দুর্ষ্কৃতিকারক ঘটনা। রাতের আধারে মহিলাদের কাছে থেকে  ছিনতাই করে নেওয়া হচ্ছে টাকা পয়সা ও মোবাইল। কিছু দিন আগে রাত ৮ টার দিকে এক মহিলাকে ছুরিকাঘাত করে তার মোবাইল নিয়ে যায় ছিনতাইকারী। কিন্তু ধরা ছুঁয়ার বাহিরে ছিনতাইকারী দল। এসব সমস্যা এড়াতে স্থানীয় জনগণ বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তায় লাইটিং ব্যবস্থার দাবী জানালেও কোন কাজ হয় নি বলে জানান তারা।