কাশ্মীর উত্তাল, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর প্রথমবারের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশসহ দুইজন নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার (২১ আগস্ট) উপত্যকার উত্তরাঞ্চলে বারামুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত রাতে সৈন্যরা বারামুল্লার একটি অংশে অভিযান চালায়। এ সময় বিক্ষোভকারীদের একজন পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়।
ওই সময় দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়। পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের একজন নিহত হন।

পরে আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই একজনের মৃত্যু হয়।
সংবাদমাধ্যম জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশটির স্বাধীনতাকামীরা।
এদিকে ভারত সরকারের এ সিদ্ধান্তে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ।