কুষ্টিয়ায় আকবার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে ভুল চিকিৎসার কারখানা 

সোহেল পারভেজঃ কুষ্টিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড কালিশংকপুর বজলার মোড় সংলগ্ন আকবার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ডেলিভারী রোগী মোছাঃ রেহেনা  খাতুন (২৮) স্বামী সবুজ গ্রাম কয়া কারিগর পাড়া গ্রামের এক ডেলিভারী রোগী গত ৩/৪ আগে ভর্তি হয় আকবার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে সেখানে হাতুড়ে ডাক্তার দিয়ে নরমালে ডেলিভারী করায় কিন্তু নবজাতক শিশুটির মৃত্যুর হয় নবজাতক শিশুটির মৃত্যু  অভিযোগ করছে মা বাবা।
এবং ডেলিভারী হওয়ার পর রোগী রেহেনা খাতুনের রক্তের প্রযোজন হলে তাকে রক্ত পুষ করে হাতুড়ে ডাক্তার রেহেনা রক্তের গ্রুপ ছিলো  A+ কিন্তু হাতুড়ে ডাক্তার দ্বারা রক্ত পুষ করানো হয় B+ পুষ করানো পরে রোগী অবস্হা খারাপ হয়ে যাওয়া ক্লিনিক থেকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে ক্লিনিকের মালিক। কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে রোগীকে রেফাট করে রাজশাহী মেডিকেল হাসপাতালে রোগীর অবস্হা ভালো না বিস্তারিত আরো আসছে।