কুষ্টিয়ায় এক যুবকের দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ

আটক
কুষ্টিয়া: কুষ্টিয়ায় জে আর পরিবহনের একটি বাস থেকে রিপন (২৯) নামে এক যুবকের দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় ওই যুবককে আটক করেছে কুষ্টিয়া-(৪৭) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (০৯ অক্টোবর) ভোর ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন টাঙ্গাইলের মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।
বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনে করে ৭টি স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে তাদের কাছে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে সন্দেহভাজন রিপন নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।