কুড়িগ্রামে জনসচেতনতায় অভিযানে নেমেছে পুলিশ

জেলা প্রতিবেদকঃ  করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমন রোধে জনসচেনতা বাড়াতে অভিযানে নেমেছে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলে রাখা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও হ্যান্ডমাইকে সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ প্রশাসনের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযাযী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জেলার সব থানা পুলিশকেও এ অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।