কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসি পাশ করলো ফারজানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসি পাশ করলো ফারজানা আক্তার মনি।

জানা গেছে,নাগেশ্বরী উপজেলার কুটিবাগডাঙ্গা গ্রামের ফরমান আলীর কন্যা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-২.১০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।সে প্রতিদিন মায়ের কোলে করে পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ্রগহন করে।সে নাগেশ্বরীর গাগলা দ্বিমূখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করেন।বর্তমানে ফারজানার বয়স ১৫বছর ৩মাস।উচ্চতা ২ ফুট ৯ইঞ্চি।

ফারজানা আক্তার মনি জানান,আমার দরিদ্র বাবা-মাকে সহযোগিতা করতে,উচ্চ শিক্ষা অর্জন করে একটি সরকারি চাকুরী পাবার আশা ব্যক্ত করে সে।

ফারজানার বাবা ফরমান আলী জানান, ফারজানাকে প্রতিদিন কোলে করে স্কুলে পৌছে দিয়ে,ছুটি শেষে বাসায় আনতেন ফারজানার মা।মেয়ের আগ্রহের কারণে পড়াশুনা চালিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করায় আমরা আনন্দিত।