ক্লপ লিভারপুলকে অনুশীলনে দেখে উচ্ছ্বসিত

খেলা ডেস্কঃ আর বেশিদিন নেই। ১৭ জুন থেকে পুনরায় শুরু হচ্ছে করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। সময়সূচিকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনে নেমে পড়েছে ক্লাবগুলো। আর ২০১৯/২০ মৌসুমের শিরোপা প্রত্যাশী লিভারপুলকে ফের অনুশীলনে দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ।

অ্যানফিল্ডের কোচ জানিয়েছেন, ‘ফিরতে পেরে খুব আনন্দিত’ তিনি। ‘চমৎকার ফুটবল দলটাকে’ অনুশীলনে দেখে উচ্ছ্বসিত ক্লপ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলেন, ‘আমি ফুটবল খুব মিস করেছি, এটি অবিশ্বাস্য।’

৫২ বছর বয়সী জার্মান কোচ আরও বলেন, ‘আমি জানি জীবনে ফুটবল খুব গুরুত্বপূর্ণ নয় তবে এটি আমার আবেগ। আমি আশা করি, লোকজন ফুটবলের দিকে তাকিয়ে আছে কারণ আমরা আছি।’

৩০ বছরের অপেক্ষা শেষে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থানে আছে অলরেডরা।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ১৩ মার্চ স্থগিত হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ।