খুলনায় তৃতীয় বারের মতো শামসুর রহমান মানি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খুলনা: খুলনায় তিন দিনব্যাপী ৩য় শামসুর রহমান মানি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। জমকালো আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন শামসুর রহমান মানির বড় ছেলে পঞ্চবীথি ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদস সদস্য মিজানুর রহমান মিজান। মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত জাতিসংঘ শিশুপার্কে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্র। এ টুর্নামেন্ট শেষে হবে শনিবার (২৯ ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, খুলনা মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য কাজী কামাল হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, ব্যবসায়ী ও সমাজ সেবক গালিব কাপাড়িয়া, পোলার আইসক্রিমের সিনিয়র রিজিওনাল হেড নির্মল চক্রবর্তী, বাংলালিংকের রিজিওনাল হেড জেনারেল ম্যানেজার মোঃ মারুফ হোসেন চৌধুরী, জাতিসংঘ শিশু পার্ক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, পঞ্চবীথি ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এবং ব্যবসায়ী ও সমাজ সেবক সওগাতুল ইসলাম সোহাগ। সভাপতিত্ব করেন পঞ্চবীথি ক্রীড়া চক্রের সভাপতি রফিকুল ইসলাম খোকন।

খেলায় ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো, জেড এ মোরশেদ ক্রিকেট একাডেমী, শেখ রাসেল, মদীনা স্পোর্টি ক্লাব, ফ্রেন্ডস ফর এভার, আয়মান, শান্তিধাম কিংস, স্টার বয়েজ, আর এস বয়েজ, ইকবাল নগর অ্যাভেঞ্জার্স, খুলনা বুলস, এইট স্টার, চ্যালেঞ্জিং অলরাউন্ডারস, দূরন্ত শান্তিধাম, গ্রীম বয়েজ, ব্রাদার্স ও এ টিম হ্যাজ নো নেম।