গাংনীতে ওসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে মামলা

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনীতে আইন হহির্ভূতভাবে কারান্ড দেয়ার অভিযোগে নির্বাহী ম্যজিস্ট্রেট ও গাংনী থানার ওসির বিরুদ্ধে মামলাটি গত রোববারে দায়ের করেছে । মেহেরপুর বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোহা.মহিদুজ্জামান স্বউদ্যোগে দাযের করেন । আগামী ২২ নভেম্বর অভিযুক্ত দুই কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে আইনগত ব্যাখা প্রদানের আদেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে ,গত ৭ নভেম্বর মেহেরপুর গাংনী উপজেলার বিপ্লব হোসেন ও বাচ্চু মিয়া নামের দুজনকে ইভটিজিং ও মারধরের অভিযোগে আটক করে গাংনী থানা পুলিশ । পরদিন পুলিশ আটক দুজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী সহকারী কমিশনার (ভূমি) এস এম, জামাল আহমেদের ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের বিচারক ৫০৯ ধারায় তাদেরকে এক বছর করে কারান্ড প্রদান করেন। এ খবর বিভিন্ন প্রতিক্রায় প্রকাশিত হলে খবরটি মেহেরপুর বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোহা. মহিদুজ্জামানের দৃষ্টিগোচর হয় । পরে গত ৯ নভেম্বর ওই জেলদাতা নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম, জামাল আহমেদ ও গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ফৌজধারী কার্যবিধির ১৯০(১)(সি) ক্ষমতাবলে ক্রিমিনাল মিস কেস দায়ের করেন । বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট । মামলা নং ১/১৬/ বিজ্ঞ বিচারক মোহা.মহিদুজ্জামান তার আদেশে বলেন ,আইনগত ভাবে আমলযোগ্য অপরাধের অভিযোগ হয়ে থাকলে গাংনী থানার ওসি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফ আই আর অথবা সাধারণ ডায়রি করতে পারতেন । কিন্ত তিনি তা না করে সম্পূর্ণ আইন পরি পস্থিভাবে তথাকথিত মোবাইল কোর্টে প্রেরণ করেছেন । আবার সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রট ও এখতিয়ার ও আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে অভিযুক্ত ব্যক্তিগণকে বিচারিক কার্যধারায় সাজা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদ্বয় আ্ইনি জ্ঞানের অধিকারী পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্তেও যেভাবে বিধিবদ্ধ আইনের অপপ্রয়োগ করেছেন ,তাতে দূরভিসন্ধিমূলকভাবে তারা উপরোক্ত কর্মকান্ড করেছেন মর্মে চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মনে করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদ্বয়ের উপরোক্ত বর্ণিত কর্মকান্ড দগুবিধির ২১৯ও ২২০ ধারার ,অধীনে শাস্তিযোগ্য অপরাধ বলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মনে করেন। এবং স্বউদ্যোগে কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন।