গাবতলীতে ১৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক

ঢাকা: রাজধানীর গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চালিয়ে ১৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
তারা হলেন-খাদেম মন্ডল (৫০) ও আলাউদ্দিন (৬২)।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি একটি দল গাবতলী পশুর হাট এলাকায় অভিযান চলায়। অভিযানে ১৩০০ বোতল ফেনসিডিল, একটি ট্রাক ও দু’টি মোবাইলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
আটকরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ট্রাকের সামনের অংশে ড্রাইভারের সিটের পাশে কেবিনের মধ্যে লুকিয়ে বহন করতো। পারস্পরিক যোগাযোগ রক্ষা করে দীর্ঘ দিন যাবত ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিলো তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।