জনপ্রিয় সার্চ ইঞ্জিন

গুগল ডুডলে কবি নজরুল

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজ ডুডলে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। বাংলা ভাষার কিংবদন্তি তুল্য এ কবিকে তার ১২১তম জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে গুগলের এ ডুডল প্রকাশ।

সোমবার (২৫ মে) কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মদিন পালিত হচ্ছে। এদিনে গুগল ডট কম ডট বিডি ছাড়াও কবি নজরুলের ডুডল দেখা যাচ্ছে কেন্দ্রীয় সার্চ ইঞ্জিন গুগল ডট কমেও।

ডুডলে দেখা যায়, হাতে কবিতার ডায়েরি নিয়ে আছেন কবি নজরুল। আর ডায়েরির পাতাগুলো থেকে কবিতা ছড়িয়ে পড়েছে। জাতীয় কবির বিদ্রোহী রূপের প্রতিও সম্মান জানিয়েছে গুগল।

মূল ছবির ব্যাকগ্রাউন্ড এ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে কবিতা লিখতে দেখা যায় কবিকে।

ডুডলটিতে ক্লিক করলে নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায়। নজরুলের বিভিন্ন ছবি ও আসে এতে। এছাড়াও নজরুলের বিভিন্ন গান এর ভিডিও দেখার জন্য একটি বিশেষায়িত ইউটিউব লিংক ও পাওয়া যাবে এতে।